শিরোনাম
পুরোদমে চলছে ইউনিয়ন পোর্টালের কাজ।
বিস্তারিত
ইউএনো স্যারের তত্ত্বাবধানে উপজেলা মিলনায়তনে পুরো দমে চলছে উপজেলার সকল ইউনিয়নের পোর্টালের কাজ । তাই উপজেলার সকল উদ্যোক্তা এখন মহা ব্যস্থ পোর্টালের কাজ নিয়ে। সকাল থেকে শুরো করে চলে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ চলে। আমাদের হোমনা ইউএন স্যারের জন্য আমরা অত্যান্ত সুচারো বাবে কাজ গুলো করতে পারছি।তাই স্যারকে জানার আন্তরিক ধন্যবাদ এবং কৃতঞ্জ।